স্পেনে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই বিস্তীর্ণ বনভূমি
ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বনভূমি। তবে কর্তৃপক্ষ বলছে, ইচ্ছাকৃতভাবে বনাঞ্চলে আগুন লাগিয়ে দাবানল সৃষ্টি করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
ছবি: এবিসি নিউজ
ভয়াবহ রূপ ধারণ করেছে স্পেনের উত্তরাঞ্চলের দাবানল, গ্রাস করছে একের পর এক বনভূমি। বাদ যাচ্ছে না ফসলি জমিও।
লোকালয়ের খুব কাছে আগুন ছড়িয়ে পড়ায় উত্তরাঞ্চলের কয়েকটি শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। বন্ধ করে দেয়া হয়েছে পাহাড়ি রাস্তা ও হাইওয়ে। এতে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলবাহিনীর ছয় শতাধিক কর্মী। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে বিমান ও হেলিকপ্টার। তবে শুষ্ক আবহাওয়া আর তীব্র বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দমকল বিভাগ।
আরও পড়ুন: চিলির দাবানলে ২৩ জনের প্রাণহানি, আহত ৯৭৯
স্থানীয় প্রশাসন বলছে, ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়ে দাবানল সৃষ্টি করা হয়েছে। এরইমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। তবে এর সঙ্গে কে বা কারা জড়িত, সে বিষয়ে কিছু জানা যায়নি। রয়টার্স জানিয়েছে, বনাঞ্চলে ইচ্ছাকৃতভাবে আগুন লাগালে সর্বোচ্চ ৩০ বছরের সাজার বিধান রয়েছে স্পেনে।
এদিকে দাবানলে পুড়ে চলেছে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের দুটি পাহাড়। প্রায় ৩শ’ একরের মতো বনভূমি পুড়ে গেছে এরইমধ্যে। দাবানলের কারণে দুটি শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। তবে দমকলকর্মীদের চেষ্টায় আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Tag: English News Featured others world
No comments: