ইসরাইল সফরে যাচ্ছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে
ইসরাইল সফরে যাচ্ছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহ রেজা পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি। তেল আবিবের সঙ্গে তেহরানের উত্তেজনার মধ্যে চলতি সপ্তাহে ইহুদিবাদী দেশটিতে যাবে তিনি। রোববার (১৬ এপ্রিল) ইসরাইল সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওয়াশিংটন থেকে রয়টার্সকে সাক্ষাৎকার দেন রেজা পাহলভি।
কয়েক দশক ধরে ইরান ও ইসরাইলের বৈরিতা চলছে। প্রতিদ্বন্দ্বী এই দেশ দু’টি একে অপরের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত। এছাড়া শুরু থেকেই উভয় দেশই একে অপরের জন্য হুমকি হিসেবে দেখে আসছে। বর্তমানে দেশ দুটির মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে ২২ এপ্রিল, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
এমন পরিস্থিতিতে ইসরাইল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় থাকা শাহ রেজা পাহলভির নির্বাসিত পুত্র রেজা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত হন শহ রেজা পাহলভি। তিনি ছিলেন ইরানের শেষ শাহ। তার বড় ছেলে রেজা পাহলভি। তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন যাপন করছেন।
ইসরাইলের সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রেজা পাহলভির এই সফরের উদ্দেশ্য ‘ইসরাইল ও ইরানের জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং আয়াতুল্লাহ সরকারের বিরুদ্ধে যৌথ অনাস্থা প্রকাশ করা।’
আরও পড়ুন: মহানবী (সা.) এর সমাধির চারপাশে পিতলের সুরক্ষা
ইসরাইল সফরে যাওয়ার কথা নিশ্চিত করেছেন রেজা পাহলভিও। সোমবার (১৭ এপ্রিল) এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘ইরানি জনগণের পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিকে আমি ইসরাইলে যাচ্ছি।’
No comments: