বাখমুত পতনের দাবি প্রিগোজিনের, অস্বীকার জেলেনস্কির
রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ওয়াগনারের প্রধান বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের পতন হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শহরটির পতন হওয়ার বিষয়ে কোনো তথ্য দেননি। তিনি বলেছেন, বাখমুতের যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের বাখমুত শহরের একাশং। ছবি: রয়টার্স
ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তার সৈন্যরা দীর্ঘদিন ধরে ঘেরাও করে রাখা বাখমুতের দখলে নিয়েছে এবং শহরটির প্রশাসনিক ভবনগুলোতে রাশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে।
টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রিগোজিন বলেছেন, ‘আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায়, বাখমুতের নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। শত্রুরা শহরে পশ্চিমাংশে কেন্দ্রীভূত হয়েছে।’ তবে ইউক্রেনের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত নেই যে, ৭০ হাজার বাসিন্দার শহরটির রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী সোমবার (৩ এপ্রিল) জানিয়েছে, ‘বাখমুত এবং আভদিভকাসহ বেশ কয়েকটি শহরে তুমুল লড়াই চলছে। শত্রুরা বাখমুতে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে আমাদের সেনারা সাহসিকতার সঙ্গে আক্রমণ প্রতিহত করে শহরটি রক্ষার চেষ্টা করছে।’
এর আগে, রোববার (২ এপ্রিল) রোববার এক ভিডিও বার্তায় আভদিভকা, মারিয়াঙ্কা এবং বাখমুতে সাহসিকতার সঙ্গে লড়াই করা ইউক্রেনীয় সেনাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিশেষ করে বাখমুতে যার লড়ছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। কারণ সেখানে পরিস্থিতি সত্যিই উত্তপ্ত।’
Tag: English News lid news world
No comments: