ইউক্রেনে পশ্চিমা সহায়তা পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করছে: লুকাশেঙ্কো
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সতর্ক করে বলেছেন, ইউক্রেনে পশ্চিমা সহায়তা দেশটিতে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে। এ সংকট এড়াতে তিনি মস্কো এবং কিয়েভের মধ্যে বিনা শর্তে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি: এপি
বেলারুশের টেলিভিশনে সম্প্রচারিত দেশটির আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে লুকাশেঙ্কো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং দেশটির স্যাটেলাইটগুলোর প্রচেষ্টার ফলাফল হিসেবে ইউক্রেনে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়েছে…এবং আমাদের সামনে চোখ রাঙাচ্ছে পারমাণবিক অস্ত্রের ব্যবহারসহ সম্ভাব্য একটি তৃতীয় বিশ্বযুদ্ধ।’
বেলারুশের প্রেসিডেন্ট আরও বলেন, তার দেশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা পশ্চিমা হুমকি থেকে মিনস্ককে রক্ষা করার একটি সুযোগ মাত্র।
আরও পড়ুন: ট্যাংক সহায়তা /ইউক্রেনকে দেয়া কথা রাখল জার্মানি
এদিকে বেলারুশের স্ট্রংম্যান বলে পরিচিত এবং ক্রেমলিনের আস্থাভাজন মিত্র আলেকজান্ডার লুকাশেঙ্কো মস্কো এবং কিয়েভের মধ্যে কোনো ধরনের ‘পূর্বশর্ত ছাড়াই’ একটি ‘যুদ্ধবিরতি’ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন।
লুকাশেঙ্কো বলেন, ‘সত্যিকারের ঝুঁকি শুরু হওয়ার আগে আমাদের এখনই থামতে হবে। আমি উভয় পক্ষের শত্রুতার অবসানের বিষয়ে পরামর্শ দেওয়ার ঝুঁকি নেব... এবং একইসঙ্গে যুদ্ধবিরতি ঘোষণারও আহ্বান জানাব।’
১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো আরও বলেছেন, ‘সব আঞ্চলিক, পুনর্গঠন, নিরাপত্তা এবং অন্যান্য সমস্যাগুলো আলোচনার টেবিলে নিষ্পত্তি করা যেতে পারে এবং সেটাই করা উচিত।
No comments: