শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড
ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। স্থানীয় সময় সোমবার (২৪ এপ্রিল) ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি দেশটির কারমাডেক দ্বীপপুঞ্জে আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ৩ মাত্রার। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল।
প্রাথমিকভাবে এই ভূমিকম্পে এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এ ভূমিকম্পের পরপরই ভূমিকম্প কবলিত এলাকায় সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা।
আরও পড়ুন: এবার নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প
তবে নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে ভিন্ন কথা। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) জানিয়েছে, ভূমিকম্প হলেও আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই।
ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) এবং জিএনএস সায়েন্স কারমাডেক দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পের মূল্যায়নের বরাত দিয়ে জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের সুনামি সৃষ্টি হবে না যা নিউজিল্যান্ডের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
এর আগে, ২০২১ সালের ৪ মার্চ এই এলাকায় ৮ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
No comments: