Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পার্লামেন্টে তদন্তের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী




স্ত্রীর ব্যবসায়ীক স্বার্থ নিয়ে পার্লামেন্টের তদন্তের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: এপি বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টের 'কমিশনার ফর স্ট্যান্ডার্ডস' গত ১৩ এপ্রিল থেকে এই তদন্ত শুরু করেছে। একটি চাইল্ড কেয়ার কোম্পানিতে সুনাকের স্ত্রীর অংশীদারিত্ব নিয়েই মূলত এই তদন্ত চলছে বলে জানানো হয়। ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, সুনাক ওই কোম্পানিতে তার স্ত্রীর অংশীদারিত্বের কথা ঠিকমত ঘোষণা করেছিলেন কি না এবং দেশটির সরকারের ঘোষিত নতুন বাজেট নীতিতে তার স্ত্রী ব্যবসায়ীক কোন সুবিধা পাচ্ছেন কি না এসবই খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: ১১ শব্দের ইমেইল পাঠিয়ে স্ত্রীকে তালাক দিয়েছিলেন মারডক এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলো সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তিকে ব্যবসায় সুবিধা পাইয়ে দিতে একটি নতুন বাজেট নীতি প্রণয়ন করা নিয়ে প্রশ্ন তুলেছিল। সেসব প্রতিবেদনে বলা হয়েছিল, গত মার্চের বাজেটে চাইল্ড কেয়ারের জন্য তহবিল সংক্রান্ত যে নীতি ঘোষণা করা হয়েছে, তাতে উপকৃত হতে পারে সুনাকের স্ত্রীর কোম্পানি। আরও পড়ুন: সাত দিনে সুনাকের বিমান ব্যয় ৬ কোটি টাকা এ বিষয়ে ঋষি সুনাকের মুখপাত্র বলেছেন, তদন্তে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কোম্পানিতে সুনাকের স্ত্রীর অংশীদারিত্বের বিষয়টি নিয়ে স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে বলেও মন্তব্য করেন ওই মুখপাত্র। গত বছর অক্টোবরেই সরকারের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রেখে নেতৃত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ঋষি সুনাক। তদন্তে দোষী প্রমাণিত হলে কেবল ক্ষমা চাইলেই হবে না, পদও হারাতে হতে পারে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply