মিয়ানমারের কোকো দ্বীপে চীনা সামরিক ঘাঁটি, উদ্বেগ ভারতের
মিয়ানমারের কোকো দ্বীপপুঞ্জে নজরদারি সামরিক ঘাঁটি নির্মাণ করছে চীন। নিজেদের ভূখণ্ডের কাছেই শত্রু দেশের ঘাঁটি গাড়া নিয়ে গোয়েন্দা প্রতিবেদনের পর উদ্বেগ জানিয়েছে ভারত। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
বঙ্গোপসাগর তীরে মিয়ানমারের কোকো দ্বীপের একাংশ। ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র ৫৫ কিলোমিটার উত্তরে অবস্থিত মিয়ানমারের কোকো দ্বীপপুঞ্জ। ১৯৯০-এর দশক থেকে বেশ কয়েকটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এখানকার একটি দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করছে বেইজিং।
সম্প্রতি লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা চ্যাথাম হাউজের এক রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। চ্যাথাম হাউজের রিপোর্টে বলা হয়, মিয়ানমার জান্তা সরকার কোকো দ্বীপের সামরিকায়ন ঘটাচ্ছে।
আরও পড়ুন: মিয়ানমারে চার দিনে শতাধিক জান্তা সেনা নিহত
ওই রিপোর্টের পর যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাক্সার টেকনোলজি চলতি বছরের জানুয়ারিতে কিছু উপগ্রহ চিত্র প্রকাশ করে। যাতে দেখা যায়, কোকো দ্বীপে নতুন করে নির্মাণ কর্মকাণ্ড চলছে। বানানো হচ্ছে রাস্তা, বিমানের হাঙ্গার, ট্রেঞ্চ এমনকি একটি রাডার স্টেশনও। আর নির্মাণকাজে মিয়ানমারকে সহায়তা করছে চীন শ্রমিকরা।
সম্প্রতি এক বৈঠকে এসব স্যাটেলাইট ছবি বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিজেদের উদ্বেগ প্রকাশ করে ভারত। তবে ভারতের এই অভিযোগ মিয়ানমার কর্মকর্তারা নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
Tag: English News lid news others world
No comments: