ইন্দোনেশিয়ায় বিদ্রোহীদের হাতে ৬ সেনা নিহত, নিখোঁজ ৩০
নিউজিল্যান্ডের এক বৈমানিককে ফেব্রুয়ারি মাসে অপহরণ করে নিয়ে যায় ইন্দোনেশিয়ার পাপুয়ার বিচ্ছিন্নতাবাদীরা। সেই বৈমানিককে উদ্ধারে সেনা মোতায়েন করেছিল ইন্দোনেশিয়ার সেনাবাহিনী। তাদের মধ্যে ৬ জন বিদ্রোহীদের আক্রমণে নিহত হয়েছে। পাশাপাশি নিখোঁজ হয়েছে ৩০ জন। সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে।
নিউজিল্যান্ডের অপহৃত পাইলট মার্ক। ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ার সেনাবাহিনী প্রাথমিক এক প্রতিবেদনে জানিয়েছে, পাপুয়ার পার্বত্য জেলা এনদুগার একটি সেনা চৌকিতে ৩৬ জন সেনাসদস্যকে মোতায়েন করা হয়েছিল। সেখানে ফ্রি পাপুয়া মুভমেন্টের সশস্ত্র শাখা ওয়েস্ট পাপুয়া লিবারেশন আর্মির সদস্যরা হামলা চালায়।
সাংবাদিকদের দেয়া তথ্যানুসারে, এই হামলায় অন্তত ৬ সেনাসদস্য নিহত হয়েছে। জঙ্গলে পালিয়ে গেছে অন্তত ২১ জন এবং বাকি ৯ জনকে বিদ্রোহীরা জিম্মি করে নিয়ে গেছে। তবে সেনাবাহিনীর মুখপাত্র মাত্র ১ জন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
আরও পড়ুন: পাপুয়ায় ইন্দোনেশিয়ার ৯ সেনাকে হত্যার দাবি বিচ্ছিন্নতাবাদীদের
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল হারমান তারিয়ামান জানিয়েছেন, ওই চৌকির সৈন্যরা অপহৃত নিউজিল্যান্ডের পাইলট ফিলিপ মার্ক মার্টেনসের তল্লাশি দলের সদস্য ছিল। ইন্দোনেশীয় এভিয়েশন কোম্পানি সুসি এয়ারের হয়ে কাজ করতেন মার্ক। সেখান থেকেই ফেব্রুয়ারি মাসে তাকে অপহরণ করে নিয়ে যায় বিদ্রোহীরা।
কর্নেল তারিয়ামান জানিয়েছেন, কর্তৃপক্ষ নিখোঁজ ৩০ জন সৈন্যের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
মাত্র একদিন আগেই গত শনিবার (১৫ এপ্রিল) ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৯ সেনাসদস্যকে হত্যার দাবি করে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। রোববার (১৬ এপ্রিল) বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ইন্দোনেশিয়ার সেনাবাহিনী হামলার বিষয়টি স্বীকার করলেও কোনো হতাহতের সংবাদ নিশ্চিত করেনি।
জানা গেছে, দ্য ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি) এই হামলায় জড়িত রয়েছে। গোষ্ঠীটি চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিমানচালক মার্ককে অপহরণ করে। সে সময় তারা জাকার্তার কাছে দাবি করেছিল, তাদের স্বাধীনতা দিতে হবে। কিন্তু বর্তমানে গোষ্ঠীটি স্বাধীনতার দাবি ত্যাগ করে সংলাপের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বিমানের পাইলটকে জিম্মি
টিপিএনপিবির মুখপাত্র সেবি সামবম এক রেকর্ড করা বার্তায় বলেছেন, ‘আমরা ইন্দোনেশিয়া এবং নিউজিল্যান্ড সরকারকে বলেছি, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বন্দীকে মুক্তি দেয়া যেতে পারে।’
সামবম আরও বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ আলোচনা চাইলেও গত ২৩ মার্চ ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী এবং পুলিশ আমাদের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। এ কারণে টিপিএনপিবি-এর সেনারা প্রতিশোধ নেয়ার জন্য মুখিয়ে রয়েছে এবং এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।’
Tag: English News lid news others world
No comments: