এমবাপ্পের জোড়া গোলে জয়ের দিকে আরও এক ধাপ এগিয়েছে পিএসজি
চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেঞ্চ সুপার কাপ থেকে বিদায় ঘণ্টা বাজলেও লিগ ওয়ারে জয়ে দিকে এগিয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে ও লিওেনল মেসির দল পিএসজি। এমবাপ্পের জোড়া গোলে অঁজেকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি।
অঁজের মাঠে শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। তাদের দুটি গোলই করেন কিলিয়ান এমবাপে। শেষ দিকে ব্যবধান কমান সাদা থিউব।
খেলার শুরু থেকেই মাঠ দাপিয়ে বেড়ায় পিএসজি। ৯ মিনিটের মাথায় সফরকারীদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। আর খেলার ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মাঝমাঠ থেকে লিওনেল মেসির বাড়ানো বল অনেকটা ফাঁকায় পেয়ে গোলকিপারকে পরাস্ত করতে কোনো ভুল করেননি ফরোয়ার্ড।
বিরতির পর নতুন উদ্যমে খেলে ব্যবধান কমাতে পারলেও মাথা হেট করেই মাঠ ছাড়তে হয়েছে অঁজেকে। খেলার ৮৭ মিনিটে এক গোল করে ক্লাবটির হয়ে ব্যবধান কমান সাদা থিউব।
৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। আর ৩১ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।
Tag: English News games others world
No comments: