শবে কদরের রাতে আল-আকসায় লাখো মুসল্লির নামাজ আদায়
পবিত্র শবে কদরের রাতে আল-আকসা মসজিদে নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। পবিত্র মসজিদটিতে রাতভর নামাজ আদায় করেন প্রায় তিন লাখ মানুষ। তবে সংঘাত এড়াতে নেয়া হয় বাড়তি নিরাপত্তা।
আল-আকসা মসজিদে মুসল্লির ঢল। ছবি: মিডল ইস্ট মনিটর
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, সোমবার (১৭ এপ্রিল) রাতে লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ আদায়ে পবিত্র মসজিদ আল-আকসায় ঢল নামে মুসল্লিদের। সারা রাত নামাজ ও ইবাদাত-বন্দেগির মধ্য দিয়ে পার করেন তারা।
এক বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, এদিন মসজিদটিতে নামাজ আদায় করেছেন এক লাখ ৩০ হাজারের মতো মুসল্লি। তবে আল-আকসায় মনোনিত জর্ডানের ইসলামিক সংস্থার প্রতিনিধিরা জানান, এ সংখ্যা অন্তত দুই লাখ ৮০ হাজার।
রমজানের শেষ ১০ দিনের একটি বিজোড় রাতে পড়ে লাইলাতুল কদর। তবে সঠিক রাতটি অজানা। যদিও ২৭ রোজায় এই রাতটি পড়ে বলে বিশ্বাস করেন অনেকেই। শবে কদর নানাভাবেই মুসলিমদের কাছে মহিমান্বিত একটি রাত। এই রাতেই পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়।
আরও পড়ুন: লাইলাতুল কদরের রাতে মক্কায় মুসল্লির ঢল
গত কয়েক সপ্তাহ ধরে আল-আকসা ঘিরে উত্তেজনা চললেও, সোমবার কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল ইসরাইল। নেয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা।
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র মসজিদটি ইহুদি ও মুসলমান দুই সম্প্রদায়ের কাছেই পবিত্র স্থান। সম্প্রতি আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরাইল, যা কার্যকর থাকবে রমজান মাস পর্যন্তই।
No comments: