টুথপেস্টের টিউবে মাদক, গ্রেফতার ৬৫
টুথপেস্টের টিউকে মাদক পাচারের অভিযোগে ভিয়েতনামে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
টুথপেস্ট। ছবি: সংগৃহীত
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতমাসে প্যারিস থেকে হো চি মিন সিটিতে যাওয়া একটি ফ্লাইটে হাতে বহন করা ব্যাগে টুথপেস্টের টিউবসহ ভিয়েতনাম এয়ারলাইন্সের চার কেবিন ক্রু ধরা পড়ার পর এ গ্রেফতারের ঘটনা ঘটল।
আটক হওয়া কেবিন ক্রুরা জানান, তাদেরকে ৬০ কেজি টুথপেস্ট পরিবহনের জন্য ভাড়া করা হয়েছিল কিন্তু তারা জানতেন না পেস্টের বদলে সেখানে রয়েছে এক্সট্যাসি, কেটামিন এবং কোকেন।
বিশ্বের সবচেয়ে কঠোর মাদক আইন থাকা সত্ত্বেও ভিয়েতনাম একটি প্রধান মাদক পাচারের কেন্দ্র।
আরও পড়ুন: বিষ খাইয়ে ১২ বন্ধুকে হত্যা, থাইল্যান্ডে নারী গ্রেফতার
ভিয়েতনাম এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালকরা যে ৩২৭ টি টুথপেস্ট টিউব পরিবহন করছিলেন সেগুলোর অর্ধেক টিউবই মাদক ভর্তি ছিল।
তদন্তকারীরা বলছেন, ওই ফ্লাইট পরিচালকরা টিউবের ভেতরে কি আছে তা জানতেন না। তারা বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
এ সপ্তাহে পুলিশ জানিয়েছে, একই পথে ভিয়েতনামে মাদকের আরও ছয়টি চালান পাচার হওয়ার বিষয়টি নজরে আসার পর এগুলো চোরাচালানের সন্দেহে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ চালানগুলোও একই চোরাচালান চক্র পরিচালিত বলে অভিযোগ করা হয়েছে, যে চক্রটি এর আগে ফ্লাইট পরিচালকদের ভাড়া করেছিল।
Tag: English News lid news others world
No comments: