১০ আরোহী নিয়ে জাপানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওকিনাওয়া দ্বীপের কাছে ১০ আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাগরে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের আরোহীদের উদ্ধারে অভিযান চলছে। খবর রয়টার্সের।
১ মিনিটে পড়ুন
জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি সেনা পরিবহনের জন্য ব্যবহৃত হয়।
তিনি বলেন, হেলিকপ্টারটি ওকিনাওয়া দ্বীপের মিয়াকোজিমাতে জিএসডিএফের একটি ঘাঁটি ছেড়ে যাওয়ার পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটি একটি বায়বীয় পরিদর্শন মিশনের সময় মিয়াকোজিমার চারপাশে পানিতে টহল দিচ্ছিল।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯
তিনি বলেন, ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ আরোহীর কেউ বেঁচে আছেন কি না, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির কোস্টগার্ডের একটি দল সাগরে ভাসমান তেল শনাক্ত করেছে, যা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া রয়টার্স হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলের কাছে সাগরে ভাসমান একটি অজ্ঞাত বস্তুর ছবি প্রকাশ করেছে।
Tag: English News lid news others world
No comments: