নিখোঁজের ৩ দিন পর হিমালয়ের খাদ থেকে পর্যটককে জীবিত উদ্ধার
নিখোঁজের তিনদিন পর অবশেষে নেপালে হিমালয়ের অন্নপূর্ণা রেঞ্জের গভীর খাদ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক ভারতীয় পর্বতারোহীকে। উদ্ধারের পরপরই গুরুতর অবস্থায় তাকে পোখারার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুরাগ মালো। ছবি: কাঠমাণ্ডু পোস্ট
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ এপ্রিল) অনুরাগ মালো নামে ওই ব্যক্তি প্রায় ৬ হাজার ফুট উঁচু অন্নপূর্ণা শৃঙ্গ থেকে গভীর খাদে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না।
তবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) অনুরাগের ভাই সুধীরের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, অনুরাগকে খুঁজে পাওয়া গেছে। হিমবাহের ফাটলে সৃষ্ট গভীর খাদ থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পরপরই তাকে নেপালের পোখারার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অনুরাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: হিমালয়ের চূড়ায় দেখা মিলল বিরল ‘তুষার চিতার’
৩৪ বছর বয়সী অনুরাগ ভারতের রাজস্থানের বাসিন্দা। গত সোমবার অন্নপূর্ণা শৃঙ্গ থেকে নামার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। অন্নপূর্ণা বিশ্বের দশম সর্বোচ্চ শৃঙ্গ।
এর আগে, সোমবার একইদিনে অন্নপূর্ণা শৃঙ্গের চূড়ায় উঠতে গিয়ে মৃত্যু হয় এক আইরিশ পর্বতারোহীর। নোয়েল হান্না নামে ওই ব্যক্তি ১০ বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হয়েছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত অন্তত ৩৬৫ পর্বতারোহী অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন। আর এর চূড়ায় উঠতে গিয়ে মারা গেছেন ৭২ জনেরও বেশি।
Tag: English News lid news others world
No comments: