পাকিস্তানে দরিদ্রদের জন্য বিশেষ কর্মসূচি, বিশৃঙ্খলা
চরম অর্থনৈতিক সংকটে ভোগা পাকিস্তানে নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে। দেশটিতে আটার দাম ৪৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে খাদ্যপণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
মানুষকে কিছুটা স্বস্তি দিতে দরিদ্রদের কষ্ট কমাতে বিনামূল্যে আটা বিতরণ করছে পাকিস্তান সরকার। সেই আটা নিতে ব্যাপক হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যা দেশটির সংকটের গভীরতাকে তুলে ধরে।
সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়ায় সরকারের বিনামূল্যে আটা বিতরণের একটি কেন্দ্রে হামলা চালিয়ে বিতরণের জন্য রাখা আটা ছিনিয়ে নেন স্থানীয়রা।
স্থানীয় জনতার হুড়োহুড়ি আর ছত্রভঙ্গের পরিস্থিতিতে বেশ কয়েকজন সামান্য আহতও হয়েছেন। গত বুধবার মনসেহরা জেলার ওঘি তহসিলের করোরি এলাকায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডন।
আরও পড়ুন : ইতিহাসের সবচেয়ে খারাপ সংকটের মুখোমুখি পাকিস্তানের অর্থনীতি
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারের একটি প্রকল্পের অধীনে বিনামূল্যে আটা পেতে একটি স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভিড় করেছিলেন লোকজন। কিন্তু আটা দিতে ‘দেরি ও অবিচার’ করার অভিযোগে উপস্থিত জনতা সেখানে তাণ্ডব চালায়। ময়দা বোঝাই একটি ট্রাকে হামলা চালিয়ে তারা শত শত ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে তাদের ওই স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ময়দা বিতরণের সময় স্বজনপ্রীতি করা হচ্ছিল।
আরও পড়ুন : ক্রমবর্ধমান সংকটে ভেঙে খানখান হবে কি পাকিস্তান?
ঘটনাস্থল এলাকায় এক বয়স্ক ব্যক্তি ডনকে বলেন, ক্ষমতাবান আর শক্তিশালীরা অনেক ময়দার ব্যাগ নিয়ে চলে গেছে। কিন্তু দুর্বলরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে খালি হাতে ফিরে এসেছে।
‘অল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন’ এর প্রেসিডেন্ট ফায়াজ খান কর্তৃপক্ষকে আহ্বান জানান, বিনামূল্যের আটা সুষমভাবে বণ্টন করতে। না হলে ফের একই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
No comments: