যুক্তরাষ্ট্রের বিপণিবিতানে বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৮ এপ্রিল) শপিংমলের একটি খাবারের দোকানে এই গুলির ঘটনা ঘটে। খবর সিএনএনের।
বন্দুক হামলার পর বিপণিবিতানের বাইরের দৃশ্য। ছবি: সিএনএন
প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার পর বন্ধ রাখা হয়েছে বিপণিবিতানটি। ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে এখনও হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। বন্দুকধারীকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্ক্ষলা রক্ষা বাহিনী।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হানা
এর আগে শুক্রবার (৭ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের নরম্যান শহরের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলির ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম টুইট বার্তায় জানায়, ‘ভ্যান ভ্লিট ওভালে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে। সেখানে গুলি চলছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। পালাও, লুকিয়ে পড়ো বা লড়াই করো!’
এর পর আরেকটি টুইটে বিশ্ববিদ্যালয় জানায়, ‘ক্যাম্পাস পুলিশ ক্যাম্পাসে ‘সম্ভাব্য গুলি চালানো’ বিষয়টি তদন্ত করছে। টুইটে শিক্ষার্থীদের দক্ষিণ ওভাল এলাকা এড়িয়ে চলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়।
এছাড়া সোমবার (২৭ মার্চ) দেশটির টেনেসি রাজ্যে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় ঘটে। এতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, পুলিশের হাতে বন্দুকধারীও নিহত হয়েছে।
No comments: