ম্যানইউকে বিদায় করে সেমিতে সেভিয়া
রামোন সাঞ্চেজ পিজুয়ান স্টেডিয়ামে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রেড ডেভিলদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে সেভিয়া।
বৃহস্পতিবার ঘরের মাঠে ম্যানইউকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া। তাতে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে ইউরোপা লিগ থেকে রেড ডেভিলদের বিদায় করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
আগের লেগ ২-২ গোল সমতায় শেষ হওয়ায় দুই দলের জন্য দ্বিতীয় লেগটি বাঁচা-মরার ম্যাচে পরিণত হয়েছিল। ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগে ডিফেন্ডারদের ভুলে ২-০ গোলে এগিয়ে থাকার পরও সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ম্যানইউকে। প্রতিপক্ষের মাঠেও হলো একই ঘটনার পুনর্মঞ্চায়ন।
Tag: English News games lid news world
No comments: