Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আটক স্ত্রীর টানেই কি ধরা দিলেন অমৃতপাল?




ভারতে খালিস্তানপন্থি ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ আন্দোলনের আলোচিত নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পরে পাঞ্জাব রাজ্যর মোগা জেলা পুলিশ রোববার (২৩ এপ্রিল) তাকে গ্রেফতারের কথা জানায়। এর মাত্র তিন দিন আগেই আটক করা হয়েছিল অমৃতপালের স্ত্রী কিরণদীপকে। ফলে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, স্ত্রীর টানেই কি ধরা দিয়েছেন অমৃতপাল? অমৃতপাল সিং। ছবি: সংগৃহীত যদিও অমৃতপাল কীভাবে ধরা পড়লেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। সম্প্রতি লন্ডনে যাওয়ার পথে অমৃতপালের স্ত্রী কিরণদীপকে অমৃতসর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করে শুল্ক দফতর। এরপর ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে তাকে আটক করা হয়। সেই ঘটনার তিন দিন পরই ধরা দিলেন অমৃতপাল। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মোগা শহরে পা রেখেছিলেন অমৃতপাল। তিনি যে শহরে এসেছেন, তা নিজেই ফোন করে পুলিশকে জানান। আর রোববার ভোরে আত্মসমর্পণ করেন। জাতীয় নিরাপত্তা আইনে অমৃতপালকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরের শুরুতে কিরণদীপ-অমৃতপালের বিয়ে হয়। কিরণদীপ অনাবাসী ভারতীয়, থাকেন ব্রিটেনে। সামাজিকমাধ্যমে অমৃতপালের ভিডিও দেখে প্রেমে পড়েছিলেন কিরণদীপ। আরও পড়ুন: প্রকাশ্যে ঘুরছেন অমৃতপাল, তবু খুঁজে পাচ্ছে না পুলিশ অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, হত্যার চেষ্টা, পুলিশকে আক্রমণ এবং তাদের কাজে বাধা দেয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও, অমৃতসরের কাছে অঞ্জলা থানায় আটক সঙ্গীকে ছাড়ানোর জন্য শত শত সমর্থক নিয়ে গত ১৮ মার্চ হামলা চালানোর অভিযোগ রয়েছে অমৃতপাল এবং তার ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিংহের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই দুজন পলাতক ছিলেন। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেফতার করে পুলিশ। যদিও অমৃতপাল অধরাই ছিলেন। জানা গেছে, ১৮ মার্চ থেকে পাঞ্জাবের জলন্ধর, হোশিয়ারপুর এবং অমৃতসরের একাধিক গ্রামে ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন অমৃতপাল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply