Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আফ্রিকায় চীনের ঋণ নিয়ে বিশ্বব্যাংকের উদ্বেগ




আফ্রিকার দেশগুলোকে বিপুল পরিমাণ ঋণ সহায়তা দিচ্ছে চীন। ঋণ প্রদানের শর্তাবলী স্বচ্ছ না থাকায় এ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংক। রোববার (২ এপ্রিল) এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। খবর বিবিসির। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। ছবি: সংগৃহীত ব চীন উন্নয়নশীল দেশগুলোকে ঋণ সহায়তার মাধ্যমে শোষণ করছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমারা। তবে বরাবরই তা অস্বীকার করে আসছে দেশটি। এসবের মধ্যেই এবার আফ্রিকার দেশগুলোকে চীনের দেয়া ঋণ নিয়ে গভীর উদ্বেগ জানাল বিশ্বব্যাংক। রোববার এক বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, ঋণ দেয়ার ক্ষেত্রে চীনকে তাদের শর্তাবলী আরও স্বচ্ছ করা প্রয়োজন। আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে খাদ্যশস্যের দাম: বিশ্বব্যাংক ঘানা এবং জাম্বিয়াসহ আফ্রিকার দেশগুলো চীনের কাছ থেকে নেয়া ঋণ পরিশোধ করতে লড়াই করছে এমন গুঞ্জনের মধ্যেই বিশ্বব্যাংক প্রেসিডেন্ট নিজের উদ্বেগের কথা সামনে আনলেন। যদিও এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে চীন জানায়, এই ধরনের ঋণ আন্তর্জাতিক নিয়ম মেনেই প্রদান করা হয়েছে। আরও পড়ুন: বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী এদিকে, কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির গবেষণা থেকে জানা যায়, ২০১৬ সাল থেকে ২০২১ সালের মধ্যে চীন বিশ্বের ২২টি দেশকে ১৮৫ বিলিয়ন মার্কিন ডলার জরুরি ঋণ সহায়তা দিয়েছে। এসবের মধ্যেই গত বছর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য প্রধান অর্থনীতির দেশগুলোতে সুদের হার বেড়ে যাওয়ার কারণে উন্নয়নশীল দেশের জন্য ঋণ পরিশোধ আরও কঠিন হয়ে উঠেছে। এসব দেশের নিজস্ব মুদ্রার মান কমার কারণে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ খুঁজে পেতে এক প্রকার সংগ্রাম করতে হচ্ছে। আর এই ধরনের বিষয়গুলো উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় ধাক্কা বলেও জানায় বিশ্বব্যাংক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply