মুলারের জোড়া গোলে ডর্টমুন্ডকে হারাল বায়ার্ন
দারুণ জয়ে বায়ার্ন মিউনিখ অধ্যায় শুরু করলেন চেলসির বরখাস্ত হওয়া কোচ টমাস টুখেল। থমাস মুলারের জোড়া লক্ষ্যভেদে বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।
শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মান ক্লাসিকোর ঝাঁঝ ১৩তম মিনিটেই মাটি করে দেন ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেল। তার আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন।
মাত্র পাঁচ মিনিট ব্যবধানেই মাটাইস ডি লিখটের পাস থেকে ঠান্ডা মাথায় দলের লিড বাড়ান টমাস মুলার। আর ম্যাচের ২৩তম মিনিটে নিজের জোড়া পূরণ করেন মুলার।
লেরয় সানের জোরালো শট আটকে দেন বরুশিয়ার গোলরক্ষক, কিন্তু দলকে বিপদমুক্ত করতে ব্যর্থ ছিলেন তিনি। কোবেলের ভুলের ফায়দা লুটে নিয়ে কোনাকুণি শটে গোল করেন জার্মানির এই মিডফিল্ডার। এর মধ্য দিয়ে বিরতির আগেই ম্যাচের লাগাম টেনে ধরে বায়ার্ন শিবির।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০তম মিনিটে বায়ার্নকে ৪-০ গোলে এগিয়ে দেন কিংসলে কোমান। উইং ধরে এগিয়ে যান সানে, কিছুটা এগিয়েই থ্রু পাস বাড়িয়ে দেন তিনি। আর নিখুঁত টোকায় বাকি কাজ করে নেন কিংসলে।
এক হালি গোলে পেছানোর পর হুঁশ ফেরে ডর্টমুন্ডের। কিন্তু ম্যাচের ৭২তম মিনিটে এমরে কানের পেনাল্টি গোল ও ৯০তম মিনিটে ডোনিয়েল মালেনের গোল শুধুই ব্যবধান কমিয়েছে। এ জয়ে ডর্টমুন্ডকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বায়ার্ন।
Tag: English News games lid news others world
No comments: