Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ৭ মিনিটে বেনজেমার হ্যাটট্রিক




পয়েন্ট ব্যবধানে বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ফুটবলটা ঠিকই উপভোগ করছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সর্বশেষ রিয়াল ভায়াদোলিদকে বিধ্বস্ত করেছে ৬-০ গোলে! ৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন কারিম বেনমিজা। এই জয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১২-তে নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোস। ২২ মিনিটে প্রতিআক্রমণ থেকে শুরুর গোলটি করেছেন রদ্রিগো। তার পর বার্নাব্যুর কর্তৃত্ব নিয়েছেন বেনজিমা। ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথমার্ধে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ৩৫ বছর বয়সী। ২৯ মিনিটে ভিনিসিয়ুসের ক্রসে ডাইভিং হেডে জাল কাঁপিয়ে তুলে নেন প্রথম গোল। ৩২ মিনিটে বেনজিমার পরের গোলটিতেও অবদান ছিল ব্রাজিলিয়ান তারকার। ৩৬ মিনিটে রদ্রিগোর ক্রসে হ্যাটট্রিক পূরণ করেছেন। যা আবার ১৯৯২ সালের পর রিয়াল মাদ্রিদের দ্রুততম হ্যাটট্রিকও। সেবার ফার্নান্দে হিয়েরো ৬ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। এই মৌসুমে বেনজিমার গোল দাঁড়ালো ১৪টি। শীর্ষে থাকা রবের্ত লেভানডোভস্কির পরেই তার স্থান। পোলিশ ফরোয়ার্ডের চেয়ে আর ৩ গোল পিছিয়ে বেনজিমা। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর অ্যাসিস্টে জাল কাঁপান মার্কো আসেনসিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে ওয়ান-টু খেলে জাল কাঁপান স্প্যানিশ তারকা। ৯০+১ মিনিটে হ্যাজার্ডের বানিয়ে দেওয়া বলে শেষ গোলটি করেছেন লুকাস ভেসকেস। শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের অর্জন ৫৯ পয়েন্ট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply