যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ফের বন্দুক হামলা, নিহত ২
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। খবর নিউইয়র্ক টাইমসের।
বন্দুক হামলার পর পুলিশের তৎপরতা। ছবি: সংগৃহীত
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) রাতে লুইসভিলের একটি পার্কে এ গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলা কে চালিয়েছে এবং তার উদ্দেশ্য কি এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
হামলার সময় পার্কে শত শত মানুষ উপস্থিত ছিল বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলায় নিহত ৫
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলির ঘটনা বেড়েই চলেছে। এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্বাঞ্চলে বন্দুক হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
এছাড়া সোমবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে কেন্টাকির লুইসভিলের ওল্ড ন্যাশনাল ব্যাংকের প্রথম তলার কনফারেন্স রুমে বন্দুকধারী গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন।
Tag: English News lid news others world
No comments: