ইয়েমেনে পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত
ইয়েমেনে ঈদকে সামনে রেখে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ শতাধিক।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধনী ব্যবসায়ীরা যাকাত দিচ্ছে এমন খবরে রাজধানী সানার একটি স্কুলে জড়ো হয় কয়েকশ’ মানুষ। এসময় এতো বিপুল সংখ্যক মানুষকে যাকাত দেয়ায় শৃঙ্খলা রাখতে পারেনি কর্তৃপক্ষ। এক পর্যায়ে হুথি গোষ্ঠির সদস্যরা ফাঁকা গুলি চালালে তা বিদ্যুতের তারে আঘাত হানে।
No comments: