ভারত সফরে গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে ভারত সফরে গেলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ বুধবার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সফর শেষে আগামী ৩০ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন সেনাবাহিনী প্রধান।
সফরকালে তিনি ভারতের চেন্নাইতে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
Tag: English News lid news politics
No comments: