ইংল্যান্ড সফরের আগে যে কারণে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ
ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : বিসিবি
চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশে দ্বিতীয় অধ্যায়টাও দারুণ কাটছে। ঘরের মাঠে একে একে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে টানা সিরিজ জয়ের পর বিদেশের মাটিতে ভালো করার পালা। প্রতিপক্ষ একই, আয়ারল্যান্ড। আগামী মাসেই আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
এই সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে কন্ডিশন ক্যাম্প করবেন কোচ হাথুরুসিংহে। সে জন্য আজ বুধবার (২৬ এপ্রিল) দল নিয়ে সিলেটে যাচ্ছেন বাংলাদেশ কোচ। কারণ, ইংল্যান্ডের যে মাঠে খেলা হবে তাঁর সঙ্গে সিলেটের ভেন্যুর কিছুটা মিল পেয়েছেন তিনি।
যাওয়ার আগে মিরপুর শেরেবাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমরা যখন সিলেটে খেলেছি, এখানে কিছু উইকেট পেয়েছি, যেগুলোকে আমার মনে হয়েছে ইংল্যান্ডের উইকেটের সবচেয়ে কাছাকাছি। এ জন্যই মনে হয়েছে, আমরা সেখানে অনুশীলন করব। আরেকটা ব্যাপার হলো আবহাওয়া। এখানে অনেক গরম। এ ছাড়া এখানে অনেক ম্যাচ হয়। যে ধরনের উইকেট আমি চাই, তা এখানে পাব না।’
কোচ আরও বলেছেন, ‘তবে এটা শুধু ইংল্যান্ডের কন্ডিশনের নয়, আমাদের সার্বিক উন্নতির জন্যও প্রয়োজন এটা। প্রতিপক্ষ নিয়ে ও ফলাফল নিয়ে দুর্ভাবনার ব্যাপারও এখানে নেই। আমরা উন্নতি করতে চাই, ব্যস। ভবিষ্যতে যেখানেই আমরা খেলি না কেন, উন্নতি করতে চাই। সামনে আমাদের অনেক খেলা আছে, বিশেষ করে দেশের বাইরে টেস্ট আছে কিছু।’
ইংল্যান্ডের মাটিতে আগামী ৯ মে মাঠে গড়াবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের। সিরিজটি আইরিশদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই সিরিজের তিনটি ম্যাচেই জিততে হবে আইরিশদের। তবে বাংলাদেশের ক্ষেত্রে তেমন কোনো বিপদ নেই। কারণ এরই মধ্যে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে।
Tag: English News games politics
No comments: