রানে হামলা চালালে ইসরাইলের দুই শহর উড়িয়ে দেয়া হবে: রাইসি
ইরানে হামলা চালালে কিংবা কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরাইলের তেল আবিব ও হাইফা শহর উড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সম্প্রতি ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি: সংগৃহীত
এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের সামরিক, পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনায় উত্তেজনা বেড়েছে তেহরান ও তেল আবিবের মধ্যে।
এসব হামলার জন্য ইসরাইলকেই দায়ী করে ইরান। এবার হামলার জবাবে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট।
ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট রাইসি ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, ইরানের বিরুদ্ধে যদি ইসরাইল কোনো সামরিক পদক্ষেপ নেয়— তাহলে এর জবাবে ইসরাইলের তেল আবিব এবং হাইফা শহর উড়িয়ে দেয়া হবে।
আরও পড়ুন: ইরানে শিক্ষার্থীদের বিষপ্রয়োগে ‘বিদেশি শত্রু’ জড়িত: রাইসি
ইসরাইল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাইসির দাবি, বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোনো উপকারে আসছে না বরং পরিস্থিতিকে আরও জটিল করছে।
এর আগে গত সপ্তাহে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের প্রতি বেইজিংয়ের যে প্রভাব আছে, সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা। তা না হলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইসরাইল। তার এমন মন্তব্যের পরই ইসরাইলের প্রতি কঠোর বার্তা দিলেন রাইসি।
No comments: