কানের ভেতর জাল বুনছে মাকড়সা!
কানের ভেতর পিঁপড়া বা পোকা ঢুকে যাওয়ার কথা শোনা যায়। কিন্তু, কানের ভেতর মাকড়সার জাল! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে চীনের সিচুয়ান প্রদেশে এক নারীর কানে।
নারীর কানের ভেতর পাওয়া যায় জীবিত মাকড়সা। ছবি: ভিডিও থেকে নেয়া
নারীর কানের ভেতর পাওয়া যায় জীবিত মাকড়সা। ছবি: ভিডিও থেকে নেয়া
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ এপ্রিল এ ঘটনা ধরা পড়ে। একটি মাকড়সা ওই নারীর কানের ভেতর ঢুকে কেবল জীবিতই থাকেনি, জাল বুনে রীতিমতো বাসা বেঁধেছে। কানের এন্ডোস্কপিতে সেটা ধরা পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরে কানের সমস্যায় ভুগছিলেন ওই নারী। কানে ভীষণ ব্যথা ছিল। ঠিকমতো সব কথা শুনতেও পারছিলেন না। ফলে বাধ্য হয়ে চিকিৎসকের দ্বারস্থ হন তিনি।
ডান কানের ভেতর ঠিক কী কাণ্ড কারখানা চলছে, তা দেখতে এন্ডোস্কোপি করেন চিকিৎসক। তখনই দেখা যায়, কানের ভেতর ঘুরে বেড়াচ্ছে আস্ত একটি মাকড়সা। শুধু ঘুরেই বেড়াচ্ছে না, ধীরে ধীরে কানের ভেতরই জাল বুনছে সে।
এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই এন্ডোস্কোপির ভিডিও। যেখানে মাকড়সাটিকে জাল বুনতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: সম্পর্ক উন্নয়নে চীনকে যে শর্ত দিল ভারত
চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে অনেকটা কানের টিস্যু কিংবা পর্দার মতো মনে হয়েছিল ওই জালকে। ফলে প্রথম ঝলকে বোঝা যায়নি। তারপর বিষয়টি পরিষ্কার হয়। তারপরই খুব সাবধানে কান থেকে সেই মাকড়সা এবং জালটি বের করেন চিকিৎসক।
তবে মাকড়সাটি বিষাক্ত ছিল না। ফলে ওই নারীর কানের বিশেষ ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Tag: English News lid news others world
No comments: