জানা গেল কবে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল তিনি শপথ নেবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২৪ এপ্রিল বেলা ১১টায় বঙ্গভবনে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।
Tag: English News politics
No comments: