ই-টিকিট চালু হলেও বেশি টাকা নেয়ার অভিযোগ
রাজধানীতে গণপরিবহনের ভাড়া নৈরাজ্য বন্ধে ই-টিকিট চালু হলেও এখনো বেশি টাকা নেয়ার অভিযোগ যাত্রীদের। টিকিটে সব স্টপেজের নাম ও কিলোমিটার উল্লেখ না থাকায় প্রকৃত ভাড়া থেকে যাচ্ছে আড়ালে।
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিভিন্ন রুটের ৩ হাজার ৩শ’ ৭টি বাসে ই-টিকিটিং চালু করেছে ৫৪টি বাস কোম্পানি।
কিন্তু যাত্রীদের অভিযোগ, টিকিটে কিলোমিটার উল্লেখ না থাকায় কতটুকু দূরত্বের জন্য কত ভাড়া নেয়া হচ্ছে সেটি পরিস্কার নয় তাদের কাছে।
Tag: English News politics
No comments: