পেমেন্ট সার্ভিস প্রদানের লাইসেন্স পেল ‘পাঠাও’
দেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স পেয়েছে ‘পাঠাও’।
রোববার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৭ (এ)(ই) ধারা অনুসারে ডিজিটাল পেমেন্ট লিমিটেডকে শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ‘পাঠাও পে’ ব্র্যান্ড নামে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
এর আগে, ২০১৯ সালে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে লাইসেন্স পায় ‘পাঠাও লিমিটেড’।
Tag: English News lid news national
No comments: