Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » আবারও বিতর্কে রোনালদো, কিন্তু কেন?




বিতর্ক যেন রোনালদোর সঙ্গী হয়ে গিয়েছে। ছবি : ক্রিস্টিয়ানো রোনালদোর ভেরিফায়েড ফেসবুক পেজ মাঝে কিছুদিন বেশ ভালোই কেটেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। জাতীয় দলের জার্সিতে অসাধারণ প্রত্যাবর্তন, ক্লাব আল-নাসেরের হয়েও গোল আসছিল নিয়মিত। কিন্তু কদিনের হাসিখুশি রোনালদোকে ফের দেখা গেল বিতর্কে জড়াতে। গতকাল সোমবার (১০ এপ্রিল) সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফিইহার বিপক্ষে গোলশূন্য ড্র করে রোনালদোর আল-নাসের। ম্যাচ শেষে মেজাজ হারিয়ে বসেন আল-নাসের অধিনায়ক। গোল ডটকমের একটি প্রতিবেদনে জানা যায়, ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রোনালদো। ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে ১৮টি শট নেয় রোনালদোর দল। চূড়ান্ত সফলতা আসেনি কোনোটিতেই। সতীর্থদের সঙ্গে রোনালদোর বোঝাপড়াটাও হয়নি ঠিকঠাক। ম্যাচের শেষ দিকে ডি-বক্সের বাইরে থেকে করা রোনালদোর একটি শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। এই ম্যাচ জিততে পারলে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে ব্যবধান ১ এ নামিয়ে আনতে পারতো আল-নাসের। সমান ২৩ ম্যাচ শেষে আল-ইত্তিহাদের পয়েন্ট ৫৬, আল-নাসেরের ৫৩। ম্যাচে জয় না পাওয়া, নিজে গোল না পাওয়া, সতীর্থদের সঙ্গে বোঝাপড়া না হওয়া— সবমিলিয়ে রেফারির শেষ বাঁশি বাজার পর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে। এমনকি কারও সঙ্গে হাত না মিলিয়েই রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন ৩৮ বছর বয়সী এই মহাতারকা। ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা অম্লমধুরই কাটছে। তবে, আনন্দে থাকার চেয়ে বিতর্ক আর মন খারাপেই বেশি থাকা হচ্ছে রোনালদোর। যেন বিতর্ক তার পিছু ছাড়ছে না






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply