Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাজা চার্লসের অভিষেকে আমন্ত্রণ পেলেন যেসব তারকা




ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বাকিংহাম প্যালেসের রাজ্যপাট এখন বড় ছেলে প্রিন্স চার্লসের হাতে। গত বছর সিংহাসনে বসলেও এখনও আনুষ্ঠানিক অভিষেক হয়নি তার। আগামী ৬ মে হতে চলেছে সেই অনুষ্ঠান। হলিউডের খ্যাতনামা অভিনেতা টম ক্রুজ। ছবি: সংগৃহীত পরদিন ৭ মে হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে এখন পর্যন্ত যারা অংশ নেবেন বলে জানা গেছে, তার মধ্যে রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ, মিউজিক্যাল গ্রুপ দ্য পুসিক্যাট ডলস থেকে নিকোল সারজিঞ্জার ও উইনি দ্য পুহ। তাদের সঙ্গে আরও যোগ দেবেন ব্রিটিশ অভিনেত্রী, লেখক ও কলামিস্ট জোয়ান কলিন্স, শিল্পী টম জোন্স, ন্যাশনাল জিওগ্রাফিক খ্যাত অভিযাত্রিক বিয়ার গ্রিলস ও নৃত্যশিল্পী ওটি মাবুস। আমন্ত্রিতদের তালিকায় আরও রয়েছেন কেটি পেরি ও লিওনেল রিচির মতো তারকারাও। আরও পড়ুন: তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান /রাজপরিবারের চেয়ে ১০ সারি পেছনে বসবেন প্রিন্স হ্যারি ওই অনুষ্ঠানে ভারত থেকে ডাক পেয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুরও। ওইদিন কমনওয়েলস ভার্চুয়াল কয়্যারে যোগ দেবেন তিনি। এ খবর নিজেই জানিয়েছেন সোনম। ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর লন্ডনেই থাকেন তিনি। ব্রিটেনের রাজপরিবারের রীতি অনুযায়ী রাজ্যাভিষেকের সময় বিশেষ ধরনের পাজামা ও সিল্কের মোজা পরে থাকেন রাজা। যদিও এবার চার্লস এ নিয়ম মানবেন না বলে শোনা যাচ্ছে। তার পরনে থাকবে সেনাবাহিনীর পোশাক। আরও পড়ুন: রাজা চার্লসকে মাখানো হবে জেরুজালেমের জলপাই তেল একাধিক আলোচনার পরই এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অভিষেকের সময় রাজা চার্লসের পাশে থাকবেন স্ত্রী ক্যামিলা ও সন্তানরা। আর তার ঠিক পরদিনই রাজপ্রাসাদে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply