Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ইসরাইলের সঙ্গে ইরাকের সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগে বিক্ষোভ




ইসরাইলের সঙ্গে ইরাকের সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগের খবর প্রকাশের পর ক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার (২ এপ্রিল) রাতে বাগদাদের রাজপথে নেমে বিক্ষোভ করেন ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের হাজার হাজার সমর্থক। বলেন, কোনোভাবেই স্বীকৃতি দেয়া যাবে না ইসরাইলকে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে ইরাক। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ ইরাকিরা। রোববার রাতে রাজধানী বাগদাদের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইরাকের প্রভাবশালী শিয়াধর্মীয় নেতা মুকতাদা আল সদরের সমর্থকরা। বিক্ষোভকারীরা বলেন, যারা নিষ্পাপ শিশুদের পাখির মতো গুলি করে মারছে তাদের সঙ্গে ইরাকের কোনোভাবেই কূটনৈতিক সম্পর্ক হতে পারে না। আরও পড়ুন: মার্কিন কারাগারে নির্যাতনের শিকার, আজও বিচার পাননি যে ইরাকি সাংবাদিক এসময় ইসরাইলের যেকোনো আগ্রাসন প্রতিহতের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, আজকে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা কোনোভাবেই ইসরাইলকে সমর্থন করতে পারি না। যারা শিশুদের হত্যা করছে তাদের সঙ্গে কি সম্পর্ক। বিভিন্ন সংবাদ মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের খবর প্রকাশ হলেও এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি। ২০২২ সালের মে মাসে ইরাকের পার্লামেন্টে একটি ইসরাইলবিরোধী আইন পাস হয়। এতে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক বা রাজনৈতি থেকে শুরু করে যেকোনো সম্পর্ক গড়ে তুলে তাহলে সেটি রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। এতে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়। নতুন করে সম্পর্ক স্থাপনের উদ্যোগের খবর প্রকাশ হলেও আইনটির বিষয়ে এখনও পরিষ্কার কোনো খবর প্রকাশ করেনি ইরাকের সংবাদ মাধ্যমগুলো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply