সহকারী পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের উরফির
পরিচালক নীরজ পাণ্ডের সহকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উরফি জাবেদ।
রোববার (১৬ এপ্রিল) সেই সহকারী ফোনে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেন উরফিকে। আর এরপরেই তার নামে অভিযোগ দায়ের করতে থানায় হাজির হন অসুস্থ উরফি। বেশকিছুদিন ধরেই ঠান্ডা- সর্দিতে কাবু উরফি। এ অসুস্থতার মধ্যেই হত্যার হুমকি পেয়ে বেজায় চটে যান ব্যতিক্রম পোশাকের স্টাইল কন্যা উরফি।
তিনি তার ইনস্টাগ্রামে আজ এ বিষয়ে একটি দীর্ঘ লেখা পোস্ট করেন। যেখানে উরফি দাবি করেন, ‘নীরজ পাণ্ডের সহকারী আমাকে জানান, নতুন একটি প্রোজেক্টের জন্য নীরাজ আমার সঙ্গে দেখা করতে চান। তাই আমি প্রোজেক্টের বিস্তারিত তথ্য ফোনে মেসেজ করে পাঠাতে বলি। আর এতেই সেই সহকারী রেগে গিয়ে বলেন, আমি নাকি নীরাজকে অপমান করছি।’
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও তিক্ততা কাটেনি রণবীর আনুশকার!
ওই পোস্টে উরফি আরও জানান, রেগে যাওয়ার পরই সেই সহকারী বলেন, সে আমার গাড়িসহ সব তথ্যই জানেন। আমার অদ্ভুত পোশাকের জন্য আমাকে পিটিয়ে হত্যা করা উচিত। এমন হুমকির মূল কারণ শুধু প্রোজেক্টের বিস্তারিত তথ্য না জেনে আমি দেখা করতে চাইনি বলে।
উরফির এই পোস্টের এখনও কোনো উত্তর দেয়নি নীরাজ ও তার সহকারী। এদিকে শারীরিক অসুস্থতা আর জ্বরের জন্য চিকিৎসা গ্রহণ করছেন শর্ট আর ক্রিয়েটিভ ড্রেস পরে নেটদুনিয়ায় ঝড় তোলা বলি এ টিভি অভিনেত্রী।
সূত্র: আনন্দবাজার
No comments: