রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৪টি ইউনিট কাজ করছে।
আগুন লাগা বঙ্গবাজার মার্কেট থেকে ধোঁয়া বের হচ্ছে। ছবি: সময় সংবাদ (ভিডিও থেকে নেয়া)
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার কিছুক্ষণ পরই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, সকাল ৬টার পরপরই বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৪টি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত আগুনে কারও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানানো যাচ্ছে না বলে জানান ওই কর্মকর্তা।
Tag: English News lid news national
No comments: