হিথ্রো বিমানবন্দরে এবার ধর্মঘট, শত শত ফ্লাইট বাতিল
জার্মানির পর এবার বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ধর্মঘটে নেমেছেন যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর। ছবি: সংগৃহীত
শুক্রবার (৩১ মার্চ) বিমানবন্দরের অন্তত ১৪শ’ কর্মী ১০ দিনের ধর্মঘটে নামেন। এতে কয়েকশ’ ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। এ অবস্থায় যাত্রী ভোগান্তি কমাতে এক হাজার নতুন কর্মী নিয়োগ দেয়া হয়েছে।
যুদ্ধের প্রভাবে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতির মুখে পড়েছে ব্রিটেন। এই বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। এতে হু হু করে বাড়ছে নিত্যপণ্যর দাম। এ অবস্থায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভে নেমেছেন যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।
আরও পড়ুন: বেতন বাড়ানোর দাবিতে একযোগে ধর্মঘট, অচল জার্মানি
শুক্রবার বিমানবন্দরের প্রায় দেড় হাজার কর্মী ধর্মঘট শুরু করেন। জানান, কর্তৃপক্ষের সঙ্গে বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর তারা কর্মবিরতিতে নামতে বাধ্য হন। একইসঙ্গে নিজেদের দাবি যৌক্তিক বলেও উল্লেখ করেন কর্মীরা।
Tag: English News others world
No comments: