নারীর প্রতি সহিংসতা বন্ধে গোলাপি রঙের জুতা পরলেন এমপিরা
কানাডার পার্লামেন্টের ভেতরে গোলাপি রঙের জুতা পরলেন দেশটির পুরুষ আইনপ্রণেতারা। মূলত নারীর প্রতি সহিংসতা বন্ধে ব্যতিক্রমী এ কাজ করেছেন তারা।
নারীর প্রতি সহিংসতা বন্ধে গোলাপি রঙের জুতা পরলেন এমপিরা
ব্যতিক্রম এই উদ্যোগের নাম 'হোপ ইন হাইহিলস'। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের।
অনেকে প্রশংসায় ভাসান আইনপ্রণেতাদের। অনেকে আবার করেন সমালোচনা।এই আয়োজনের পৃষ্ঠপোষক অন্টারিও শহরে অবস্থিত নারীদের আশ্রয়কেন্দ্র হালটন ওমেনস প্লেস।
আরও পড়ুন: কানাডায় একের পর এক মসজিদে হামলা, আতঙ্কে মুসলিম কমিউনিটি
চার বছর ধরে এমন কার্যক্রম পরিচালনা করেন সংস্থাটির সদস্যরা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি লৈঙ্গিক সহিংসতার প্রতিরোধের জন্য তহবিল সংগ্রহ করা হয় এর মাধ্যমে।
Tag: English News lid news world
No comments: