চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : বিসিবি
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত এক সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে প্রতি ম্যাচেই রেকর্ডের পর রেকর্ড করেছে বাংলাদেশ। আগামী মাসে আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজের জন্য আজ রোববার (৯ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ড ও আয়ারল্যন্ড সিরিজের মতো তারুণ্যনির্ভর দলই পাঠাবে বোর্ড। সঙ্গে অভিজ্ঞ সাকিব আল হাসান-তামিম ইকবালরা আছেন। তবে চোটের কারণে দলে নেই তাসকিন আহমেদ। ইংল্যান্ডের গতিময় পিচে বর্তমানে বাংলাদেশের সেরা পেসারের থাকাটা জরুরি হলেও চোট তাকে আপাতত ছিটকে দিয়েছে দল থেকে। তাসকিনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।
No comments: