মাঝ আকাশে এয়ার বেলুনে আগুন, নিহত ২
ঘটনাটি মেক্সিকোর। সেখানে মাঝ আকাশে ‘হট এয়ার’ বেলুনের গন্ডোলায় আগুন লেগে যাওয়ায় আতঙ্কে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে দুই পর্যটকের। এ ঘটনায় ঝলসে গেছে আরও এক শিশু। এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। স্থানীয় প্রশাসন সূত্র অনুসারে, শনিবার সকালে মেক্সিকো শহর থেকে ৭০ কিলোমিটার দূরে টিয়োটিহুয়াকানে এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেলুনে অগ্নিকাণ্ডের ছবি।
মেক্সিকো প্রশাসন সূত্রে খবর, নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছরের এক নারী। মৃত অপর পুরুষ পর্যটকের বয়স ৫০ বছর। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। টিয়োটিহুয়াকান জনপ্রিয় পুরাতত্ত্ব স্থল। প্রতি বছর প্রচুর পর্যটক এই পুরাতত্ত্ব স্থলে পিরামিড দেখতে আসেন। শনিবারও প্রচুর পর্যটকের ভিড় ছিল সেখানে। আকাশে ভেসে গোটা পুরাতত্ত্বস্থলটিকে ঘুরে দেখানোর জন্য এখানে ‘হট এয়ার’ বেলুনের ব্যবস্থাও রয়েছে।
বেসরকারি উদ্যোগে পর্যটকদের সেই ‘হট এয়ার’ বেলুনে ঘুরে দেখানো হয় ১৫০ ডলারের বিনিময়ে। শনিবারও বেশ কিছু পর্যটক ‘হট এয়ার’ বেলুনে চেপে পুরাতত্ত্বস্থলটি ঘুরে দেখছিলেন। তার মধ্যে একটি বেলুনেই এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওড়ার কিছু ক্ষণের মধ্যেই একটি ‘হট এয়ার’ বেলুনের গন্ডোলায় আচমকাই আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। বেলুন তখন ১৫০-২০০ ফুট উঁচুতে। গন্ডোলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুই পর্যটক আতঙ্কিত হয়ে ঝাঁপ মারেন। নীচে আছড়ে পড়ে মৃত্যু হয়েছে তাদের, এমনটাই জানিয়েছে পুলিশ। আরও এক শিশুকে ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
No comments: