ভেনিজুয়েলায় দুর্নীতি বিরোধী অভিযানে ৪২ কর্মকর্তা গ্রেফতার
ভেনিজুয়েলায় রাষ্ট্রীয় তেল কোম্পানী পিডিভিএসএসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী অভিযানে ৪০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউটরের কার্যালয় থেকে শনিবার এ কথা জানানো হয়েছে।
দুর্নীতিবিরোধী পুলিশের ইস্যু করা বিবৃতির প্রেক্ষিতে গত ১৭ মার্চ এ অভিযান শুরু করা হয়। এতে ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর মতো অপরাধের সাথে যুক্ত কর্মকর্তাদের বিচারের কথা বলা হয়।
এদিকে দেশটির ক্ষমতাবান তেল মন্ত্রী তারেক আল আইসামি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন।
রাষ্ট্রীয় তেল কোম্পানী পিডিভিএসএ ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী এ অভিযান চালানো হচ্ছে।
Tag: English News lid news others world
No comments: