Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নতুন বছর বরণ করছে বাঙালি




কুপমন্ডুকতা, অনাচারের, জীর্ণতার বিপরীতে শুভ্র আলোয় মুক্তির বারতা নিয়ে এসেছে ১৪৩০। মঙ্গলধ্বনিতে রমনা বটমুলে নতুন বছরকে স্বাগত জানিয়েছে ছায়ানট। বাংলার নানা অঙ্গের গান আর সুরের মুর্ছনা বিভোর করেছে সকলকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর দর্শকশ্রোতা যোগ দিয়েছেন প্রাণের উৎসবে। ১৪৩০ বঙ্গাব্দের বৈশাখের প্রথম সূর্যোদয়। রুপোলী আলোর ঝিলিকে সকাল সোয়া ৬টায় রাগ রমনার বটমূলে রাগ-সঙ্গীতের সুরে নতুন বছর বরণ করছে বাঙালি। পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব। এ দিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। একক গান, কবিতা, সম্মিলিত কন্ঠে পরিবেশন করা হয় রবীন্দ্র, নজরুল ও লোকগান। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। শিশু তরুণ পৌঢ় সব বয়সীরা যোগ দিয়েছেন এই প্রাণের উৎসবে। বাংলা গানের সুর ছন্দে মাতোয়ারা বিদেশী দর্শকরাও। সাম্প্রদায়িক অপশক্তির চোখ রাঙানি থাকলেও, সংস্কৃতি চর্চায় কখনো পিছপা হয়না বাঙানি, এমনটাই বললেন বিশিষ্টজনেরা। নিরাপত্তার চাদরে ঘেরা রমনা প্রাঙ্গনে শ্রোতা দর্শনাথীর উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্ড়ে বাড়তে থাকে জনসমাগম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply