পাকিস্তানে পুলিশের দফতরে জোড়া বিস্ফোরণ, নিহত ১২
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস দমন পুলিশের দফতরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
বিস্ফোরণে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। ছবি: আল জাজিরা
পুলিশ জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল জেলায় পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি) তথা সন্ত্রাস দমন বিভাগের একটি ভবনে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া ৫০ জনের বেশি আহত হয়েছে। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।
শরিফুল্লাহ খান নামে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, কোনো সন্ত্রাসী হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছেন না তিনি। দুর্ঘটনার কারণে বিস্ফোরণ হয়েছে। তার কথায় ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট তথা সিটিডি ভবনের বেজমেন্টে বিস্ফোরক সামগ্রীতে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটেছে।’
আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া জাহাজের সন্ধান
খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিকে পুলিশ প্রধান আক্তার হায়াত বলেছেন, পুলিশের ওই দফতরে গোলাবারুদের পুরনো একটা গুদাম ছিল। সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত নাকি কোনো হামলা চালানো হয়েছে, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
নিহতদের বেশিরভাগই পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের কর্মকর্তা। এর মধ্যে এক নারী ও তার শিশুও রয়েছে। বিস্ফোরণের সময় ভবনটির পাশ দিয়ে যাচ্ছিলেন ওই নারী। হাসপাতাল প্রশাসন জানিয়েছে, বেশ কয়েকজন আহতকে চিকিৎসা দিচ্ছে তারা। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
Tag: English News id news others world
No comments: