বিশ্ব মিডিয়ায় বঙ্গবাজারের আগুন
ভয়াবহ আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীর বঙ্গবাজার। স্মরণকালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি ওঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট, নৌ, বিমান ও সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনে হাজারো দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে অবশ্য ফায়ার সার্ভিসের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কেটটি সবার কাছে বেশ জনপ্রিয়। দুর্বল পর্যবেক্ষণ এবং যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে বাংলাদেশের বহু বাণিজ্যিক স্থানে প্রায়ই আগুন লেগে থাকে।
অন্যদিকে রয়টার্স বলছে, দুর্বল নীতি ও সেগুলোর প্রয়োগ না থাকায় শিল্প সংশ্লিষ্ট নানা অগ্নিকাণ্ডের ঘটনায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে।
এ ছাড়া ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা বার্তাসংস্থা এপি, দ্য গার্ডিয়ান ও সিজিটিএন, ডেকান হেরাল্ড, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, হিন্দুস্তান টাইমসসহ বিভ্ন্নি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
Tag: English News lid news politics
No comments: