Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » নিজের আইনজীবীর বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের




নিজের আইনজীবীর বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। রয়টার্সের ফাইল ছবি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি লঙ্ঘনের অভিযোগে নিজের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলারের মানহানি মামলা করেছেন। ট্রাম্পের অভিযোগ, মাইকেল কোহেন আইনজীবী হিসেবে তার মক্কেলের সর্বোত্তম স্বার্থ রক্ষার দায়িত্ব পালনের নীতি লঙ্ঘন করেছেন। খবর বিবিসির।

কোহেনের ওপর ট্রাম্পের মিত্রদের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই মামলাটি করা হলো। তিনি নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে সাবেক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় মূল সাক্ষী। গত সপ্তাহে ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে গোপনে অর্থ প্রদানের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ আনেন ম্যানহাটনের একজন প্রসিকিউটর। কোহেনের মুখপাত্র এবং আইনজীবী ল্যানি ডেভিস বিবিসিকে বলেন, তিনি নিশ্চিত তার মক্কেলের বিরুদ্ধে করা মামলা ব্যর্থ হবে। কারণ এ মামলার অভিযোগ প্রমাণ করা যাবে না। ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অভিযোগে বলা হয়, কোহেন নিজের সাবেক মক্কেল (ট্রাম্প) এবং তার ব্যবসা ও পরিবারের সদস্যদের নিয়ে ভুল, বানোয়াট ও বিদ্বেষপ্রসূত বিবৃতি দিয়েছেন। কোহেন এক দশকেরও বেশি সময় ধরে ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস-প্রেসিডেন্টও ছিলেন এবং প্রায় সময় তাকে ট্রাম্পের মধ্যস্থতাকারী হিসেবেও বলা হতো। কিন্তু ২০১৬ সালের নির্বাচনের পরে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। কারণ এ সময় ট্রাম্পের বেশ কয়েকজন সহযোগীকে খুঁজতে শুরু করেছিলেন তদন্তকারীরা। ২০১৮ সালে জালিয়াতি এবং নির্বাচনি প্রচারণায় অর্থায়নে অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় কোহেনকে তিন বছরের জেল ও জরিমানা করা হয়েছিল। কোহেন এখন কারাগারের বাইরে। তিনি ট্রাম্পের একজন উচ্চপর্যায়ের সমালোচক এবং সংবাদভিত্তিক অনুষ্ঠানে নিয়মিত মুখ হয়ে উঠেছেন। তিনি একটি বই লিখেছেন এবং একটি পডকাস্ট উপস্থাপনা করেছেন, দুটি বিষয়ই মামলায় উল্লেখ করেছেন ট্রাম্প। এতে বলা হয়, কোহেনের কথাবার্তা বানোয়াট এবং তিনি ভুলভাবে ট্রাম্পকে নিজের বই ডিসলয়্যালে (Disloyal) ‘বর্ণবাদী’ বলেছেন। কোহেনের আইনজীবী ডেভিস বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘ট্রাম্প আবারও মাইকেল কোহেনকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বিচারব্যবস্থাকে অপব্যবহার করছেন। মনে হচ্ছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষী দিয়ে যারা প্রসিকিউটরদের সহযোগিতা করছেন, তাদেরকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন।’ নিউইয়র্কের প্রসিকিউটররা ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক নথিপত্রে মিথ্যা তথ্য দেওয়ার ৩৪টি অপরাধের অভিযোগ এনেছেন। এরমধ্যে অর্থ দিয়ে নিজের সঙ্গে সম্পর্কের অভিযোগের বিষয়ে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখার প্রচেষ্টাও রয়েছে। গত ৪ এপ্রিল ট্রাম্প ম্যানহাটনের আদালতে হাজির হন ট্রাম্প। তিনি প্রথম সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কোহেন অবশ্য আদালতে স্বীকার করেছেন, ট্রাম্পের মধ্যস্থতাকারী হিসেবে তিনি পর্ন তারকা ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার প্রদান করেছিলেন। ট্রাম্পের আদালতের তারিখ ঘনিয়ে আসার সময় কোহেন প্রধান সংবাদভিত্তিক টিভি অনুষ্ঠানগুলোতে বহুবার উপস্থিত হয়েছিলেন এবং তার সাবেক কর্তার সমালোচনা করেছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply