সিরিয়ার মরুভূমিতে ৩১ জনকে হত্যা করেছে আইএস
মধ্য সিরিয়ার মরুভূমিতে ট্রাফল (এক ধরনের মাশরুম) কুড়াতে গিয়ে ইসলামিক স্টেটসের (আইএস) হাতে নিহত হয়েছেন অন্তত ৩১ জন। রোববার মধ্য সিরিয়ার হামা অঞ্চলে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২ জন সরকারপন্থী যোদ্ধা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, আইএস-এর কর্মীরা পৃথক আরেক ঘটনায় ৪ জন রাখালকে হত্যা করেছে এবং দুইজনকে অপহরণ করে নিয়ে গেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে বলেছে, ‘সবমিলিয়ে ৩১ জন লোককে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্য। নিহতরা সবাই হামা শহরের পূর্ব দিকে অবস্থিত মরুভূমিতে ট্রাফল কুড়াতে গিয়েছিল।’ এর আগে, সংস্থাটি এই ঘটনায় ২৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল।
আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন অভিযানে আইএস নেতা নিহত
সিরিয়ার মধ্যাঞ্চলের মরুভূমিতে পাওয়া ট্রাফল খেতে বেশ সুস্বাদু। যুদ্ধপীড়িত দেশটির বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই বেসামরিক লোকেরা প্রায়ই মরুভূমিতে যায় ট্রাফল সংগ্রহ করতে।
যদিও সিরিয়ার সরকার বারবার সতর্ক করে বলেছে যে, মরুভূমিতে ট্রাফল কুড়াতে যাওয়া বেশ উচ্চ ঝুঁকির কাজ। তারপরও প্রতিবছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শত শত দরিদ্র সিরীয় মরুভূমিতে যান ট্রাফল সংগ্রহ করতে। আর এই মরুভূমি বা বাদিয়া আইএস-এর যোদ্ধাদের লুকিয়ে থাকার অন্যতম জায়গা।
সিরিয়ান অবজারভেটরির মতে, আইএস যোদ্ধারা প্রায়ই ট্রাফল সংগ্রহ করতে যাওয়াদের সহজ টার্গেটে পরিণত করে গুলি করে হত্যা করে। অনেক সময় আবারও মাইন বিছিয়ে রাখে মরুর বুকে। তাতেও বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এভাবে অন্তত ২৩০ জন নিহত হয়েছেন।
Tag: English News lid news others world
No comments: