রাজস্থানকে থামিয়ে টানা দ্বিতীয় জয় পেল পাঞ্জাব
রাজস্থানকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল পেল পাঞ্জাব। ছবি : পাঞ্জাব কিংসের ভেরিফায়েড ফেসবুক পেজ
আইপিএলের চলতি আসর জয় দিয়ে শুরু করেছিল দু'দলই। টানা দুই জয়ের হাতছানি ছিল রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের সামনে। এমন ম্যাচে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল পাঞ্জাব কিংস। নিজেদের মাঠে হারের তিক্ত অভিজ্ঞতা হলো রাজস্থানের।
আসরের অষ্টম ম্যাচে বুধবার (৫ এপ্রিল) গুহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টান টান উত্তেজনায় ভরা ম্যাচে রাজস্থানকে ৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাঞ্জাব।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে পাঞ্জাব। জবাবে ২০ ওভারে খুব কাছাকাছি গিয়েও ৭ উইকেট হারিয়ে ১৯২ রানে থামে রাজস্থান।
ম্যাচের শুরুটা দুর্দান্ত হয় পাঞ্জাবের। ওপেনিংয়ে প্রবসিমরান সিং ও শিখর ধাওয়ান মিলে ৯.৪ ওভারে ৯০ রানের জুটি গড়েন। জেসন হোল্ডারের বলে জস বাটলারের হাতে ক্যাচ তোলার আগে প্রবসিমরান করেন ৩৪ বলে ৬০ রান। ওয়ান ডাউনে নেমে ১ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন ভানুকা রাজাপাকসে। এরপর জিতেশ শর্মাকে নিয়ে আবারও জুটি গড়েন ধাওয়ান। জিতেশ ২৭ রান করে আউট হলেও শেষ পর্যন্ত ৫৬ বলে ৯ চার ও ৩ ছয়ে ৮৬ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। পাঞ্জাব পায় ১৯৭ রানের বড় সংগ্রহ। রাজস্থানের পক্ষে ২৯ রানে ২ উইকেট নেন জেসন হোল্ডার। রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল নেন ১ টি করে উইকেট।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। ২৬ রানেই হারায় ২ উইকেট। ওপেন করতে নেমে শূন্য রানেই সাজঘরে ফেরেন অশ্বিন। ১৯ রান করে বাটলার আউট হলে আরও বিপদে পড়ে রাজস্থান। সেখান থেকে সঞ্জু স্যামসন চেষ্টা করেন দলকে টেনে তুলতে। ২৫ বলে ৪২ করে আউট হন নাথান এলিসের বলে। ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলা শিমরন হেটমায়ার কাটা পড়েন রানআউটে।
শেষ দিকে ধ্রুব জুরেল ১৫ বলে অপরাজিত ৩২ রান করলেও জেতাতে পারেননি দলকে। পাঞ্জাবের হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এলিস। ২ উইকেট পান অর্শদিপ সিং। যদিও ৪ ওভারে ৪৭ রান দিয়েছেন অর্শদিপ। শেষ পর্যন্ত তা দলের ক্ষতির কারণ হয়নি।
এর আগে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭২ রানের বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে খুব কাছে এসে হার মানতে হলো রাজস্থানকে। অপরদিকে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে বৃষ্টি আইনে ৭ রানে হারিয়েছিল পাঞ্জাব। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে নিল পাঞ্জাব কিংস
Tag: English News games lid news world
No comments: