এক ঘণ্টায় ৩২০০ পুশ আপ দিয়ে বিশ্ব রেকর্ড
একঘণ্টায় সবমিলিয়ে ৩ হাজার ২০৬টি পুশ আপ দিয়েছেন এক অস্ট্রেলীয়। সেই হিসেবে প্রতি মিনিটে ৫৩টি করে পুশ আপ দিয়েছেন তিনি। আর এর মাধ্যমে একঘণ্টা সবচেয়ে বেশি পুশ আপ দেয়ার রেকর্ডটিও নিজের দখলে করে নিয়েছেন তিনি। খবর সিএনএন-এর।
পুশ আপ দিচ্ছেন লুকাস হেমকে। ছবি: সিএনএন
ওই অস্ট্রেলীয় ব্যক্তির নাম লুকাস হেমকে। তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি স্থানীয় জিমে এই বিশ্ব রেকর্ড গড়েন। এ নিয়ে বিগত তিন বছরের মধ্যে চতুর্থবারের এই রেকর্ড ভাঙা হলো।
পেশায় অ্যাকাউন্ট্যান্ট লুকাস হেমকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে জানিয়েছেন, তিনি মূলত তার এক বছর বয়সী ছেলেকে বুঝাতে চাইছিলেন যে, কোনো কিছুই অসম্ভব নয়।
আরও পড়ুন: পাঁচ বছর বয়সে টানা ৩ হাজার প্রেস-আপ
পুশ আপের নিয়ম পূরণ না করায় লুকাস হেমকের ৩৪টি পুশ আপ বাতিল করা হয়। তারপরও তার হিসেবের খাতায় ৩ হাজার ২০৬টি পুশ আপ রয়ে যায়। এর আগে এক ঘণ্টায় সর্বোচ্চ পুশ আপ দেয়ার রেকর্ডটি ছিল ড্যানিয়েলে স্ক্যালির দখলে। ড্যানিয়েল ২০২২ সালের এপ্রিল মাসে ৩ হাজার ১৮২টি পুশ আপ দিয়েছিলেন।
লুকাস হেমকে এই রেকর্ডটি করেছিলেন গত বছরের নভেম্বর মাসে। সম্প্রতি তিনি সেটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের নজরে আনেন। গিনেস কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাইবাছাইয়ের পর লুকাসের পুশ আপের সংখ্যাকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দেয়। ড্যানিয়েল স্ক্যালি ছাড়াও অপর দুই রেকর্ডধারীও অস্ট্রেলিয়ার।
নিজের গিনেস রেকর্ডের সার্টিফিকেটের ছবি ফেসবুকে শেয়ার করে লুকাস হেমকে লিখেছেন, ‘অবশেষে এটি ধরা দিল।’হেমকে গিনেস কর্তৃপক্ষকে জানিয়েছেন, এতগুলো পুশ আপ দেয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা অর্জনে তার প্রায় তিন বছর সময়ে লেগেছে।
Tag: English News Featured others world
No comments: