Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » রিয়ালের পর এবার হেরে গেল বার্সেলোনাও




আগের রাতেই রিয়াল মাদ্রিদ ৪-২ হেরেছিল জিরোনার কাছে। তাতি কাস্তেয়ানোস নামে জিরোনার এক আর্জেন্টাইন ফরোয়ার্ড একাই চার গোল করে উড়িয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে। কে জানত, ২৪ ঘন্টা পরেই একই ভাগ্যবরণ করতে হবে বার্সেলোনাকেও! না, বার্সা ৪ গোল খায়নি, রায়ো ভায়েকানোর বিপক্ষে আজ জাভি হার্নান্দেজের দল হেরেছে ২-১ গোলে। ভায়েকানোর হয়ে গোল করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো গার্সিয়া ও লেফট ব্যাক ফ্রান্সিসকো গার্সিয়া । বার্সেলোনার একমাত্র গোলটা রবার্ট লেভানডফস্কির। এ হারের পরের লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে বার্সা। ৩১টি করে ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭৬, রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫। কিছুটা বিস্ময়করই বলতে হবে, লা লিগায় ভায়েকানোর বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের একটিতেও জয় নেই বার্সেলোনার, তিনটি হারের সঙ্গে একটি ড্র। বার্সেলোনার বিপক্ষে নিজের প্রথম চার ম্যাচে অপরাজিত ভায়েকানোর কোচ আন্দোনি ইরাওলা, এই শতাব্দীতে যে কীর্তি নেই অন্য কোনো কোচের। অথচ এই ম্যাচটা জিতলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে যেতে পারত বার্সা, তাতে লিগের শিরোপাও অনেকটাই নিশ্চিত হয়ে যেত জাভির দলের। এখনো যে সেটা খুব একটা সংশয়ে পড়েছে, তা অবশ্য নয়। লিগে এই মৌসুমে এটা বার্সার মাত্র তৃতীয় হার।

ম্যাচের ১৯ মিনিটেই সের্হিও ক্যামেওর পাস থেকে আলভারো গার্সিয়ার গোলে এগিয়ে যায় ভায়েকানো। ৪২ মিনিটে লেভানডফস্কি ভায়েকানোর জালে বল পাঠালেও সেটা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। লেভানডফস্কির গোলের পর লেভানডফস্কির গোলের পররয়টার্স বিরতির পর খেলায় ফেরা তো দূরের কথা, উল্টো আরেকটা গোল খেয়ে বসে বার্সেলোনা। এবার গোলদাতা ফ্রান্সিসকো গার্সিয়া। ম্যাচ যখন বার্সেলোনার হাত থেকে প্রায় ফস্কে গেছে সেই সময়ে রবার্ট লেভানডফস্কি ব্যবধান কমান। তবে ৮৩ মিনিটে তাঁর গোলের পর সমতা ফেরানো গোলটা আর পায়নি বার্সা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply