বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে হামলা, নিহত ৩৩
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে ভয়াবহ হামলায় ৩৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ এপ্রিল) বুরকিনা ফাসোর সামরিক নেতৃত্বাধীন সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। পশ্চিম আফ্রিকার দেশটিতে চলমান সংঘাতের মধ্যে বৃহস্পতিবারের এই হামলা ও প্রাণহানি সবশেষ বড় সহিংসতার ঘটনা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলের ওগারো এলাকায় সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ৩৩ জন সেনাসদস্য নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। তবে হামলার শিকার অবরুদ্ধ সৈন্যরা কমপক্ষে ৪০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে বলে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে।
আরও পড়ুন: বুরকিনা ফাসোয় সশস্ত্র হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত
এর আগে ২১ এপ্রিল দেশটির উত্তরাঞ্চলে অস্ত্রধারীদের হামলায় অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির ওয়াহিগৌয়া শহরের নিকটবর্তী একটি এলাকায় এ ঘটনা ঘটে।
২০১৫ সাল থেকে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেশটির সেনাবাহিনী। প্রচণ্ড এই লড়াই দেশের প্রায় এক তৃতীয়াংশ অঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে।
সংঘাতে সামরিক ও বেসামরিক মিলিয়ে অন্তত ১০ হাজার মানুষ নিহত। এছাড়া অন্তত ২০ লাখ মানুষ ভিটেমাটি ছেড়ে পালিয়েছে। এখন উদ্বাস্তুর জীবন কাটাচ্ছে তারা।
Tag: English News lid news others world
No comments: