Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » বিজেপিবিরোধী জোট গড়তে আরও ঘনিষ্ঠ নীতিশ, মমতা ও অখিলেশ




বিজেপিবিরোধী জোট গড়তে আরও ঘনিষ্ঠ নীতিশ, মমতা ও অখিলেশ কংগ্রেসকে বাদ দিয়ে ভারতে বিজেপিবিরোধী তৃতীয় জোট গড়ার দৌড়ে অনেকটাই এ

গিয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এমনটাই ধারণা বিশ্লেষকদের। কারণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পেরেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার এবং অখিলেশ যাদব। ছবি: সংগৃহীত ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, নীতিশ কুমার, অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হটাতে নীতিগতভাবে একমত হয়েছেন। এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এটি করতে গিয়ে সবার মধ্যে যে সংঘবদ্ধতা ও ঘনিষ্ঠতার প্রয়োজন তা তারা নিশ্চিত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে নীতিশ কুমার বলেছেন, তাদের দুজনের মধ্যে কোনো ‘ইগো বা অহংয়ের’ কোনো সংঘাত নেই। তিনি বলেন, ‘যদি আপনারা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা বলেন, তবে তা পরিষ্কার।’ পরে এক অখিলেশ যাদবের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে হাজির হন নীতিশ কুমার। সেখানে তার উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও উপস্থিত ছিলেন। সেখানে অখিলেশ যাদব বলেন, ‘বিজেপিকে (ক্ষমতা থেকে) উৎখাত করার এবং দেশকে বাঁচানোর এই প্রচেষ্টায় আমি আপনার সঙ্গে আছি।’ এরপর নীতিশ এবং তেজস্বী অখিলেশের এই মন্তব্যকে হাততালি দিয়ে স্বাগত জানান। আরও পড়ুন: বিজেপিবিরোধী জোট গড়তে রাহুল, নীতিশ ও তেজস্বীর বৈঠক একই সংবাদ সম্মেলনে নীতিশ কুমার বলেন, ‘বিহার এবং উত্তর প্রদেশ সবসময়ই একসঙ্গে থেকেছে। আমরা সমাজবাদী। আমরা একই ইতিহাসের উত্তরাধিকার বহন করি।’ উল্লেখ্য, অখিলেশ যাদবের প্রয়াত বাবা মুলায়ম সিং যাদব নীতিশ কুমার এবং তেজস্বীর বাবা লালু প্রাসাদ যাদবের সঙ্গে মিলে এই অঞ্চলে সমাজবাদী আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন। নীতিশ কুমার বলেন, ‘আপনাদের বোঝা উচিত যে, আমরা ইতিহাস বদলে দেয়ার চেষ্টা করছি...আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশের জন্য কাজ করতে গিয়ে আমরা যত বেশি দলকে সম্ভব একই ছাতার নিচে আনতে চাই।’ এদিকে আশার বাণী শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নীতিশ কুমারের সঙ্গে বৈঠক শেষে তিন বলেন, ‘আমরা একসঙ্গে এগিয়ে যাব। আমাদের ব্যক্তিগত কোনো ইগো নেই। আমরা সম্মিলিতভাবে মিলেমিশে কাজ করতে চাই।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply