রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক বার্তা পাঠিয়ে এই অভিনন্দন জানিয়েছেন চীনা নেতা।
চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং তার নিজের এবং চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।
বার্তায় বাংলাদেশের জনগণের শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে শি জিনপিং উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্যগতভাবে বন্ধু প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উভয় দেশ একে অপরকে শ্রদ্ধা করেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং উভয়কে সহযোগিতাকে করেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ওই সম্পর্ক সবার জন্য উদাহারণ।
বাংলাদেশ-চীন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট জানিয়েছেন, দুই দেশের কৌশলগত সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করতে প্রস্তুত।
Tag: English News lid news others world
No comments: